অর্থনীতি বিভাগ পরিচিতি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হলো সরকারি এম এম কলেজ। অর্থনীতি বিভাগ হলো এই কলেজের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বিভাগ। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই কলেজে ১৯৬২ সালে প্রথম বারের মত অর্থনীতি সম্মান কোর্স চালু হয়। তদানীন্তন বিভাগীয় প্রধান মরহুম লুৎফুল হকের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষকবৃন্দের নিবেদিত চিত্ত একাগ্রতা,সর্বোপরি ছাত্র-ছাত্রীদের জীবন গড়ে তোলার অদম্য স্পৃহার সমন্বয়ে অচিরেই বিভাগটি এম এম কলেজের অন্যতম শ্রেষ্ঠ বিভাগে পরিণত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এম এম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র-ছাত্রীদের কৃতিত্ত্বপূর্ণ ফলাফলের দরুন বিভাগটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অত্র বিভাগটি বিশেষ সন্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়। সেই থেকে বর্তমানকাল পর্যন্ত প্রতিবছর এই বিভাগের ছাত্র-ছাত্রীরা কৃতিত্ত্বপূর্ণ ফলাফল অব্যাহত রেখে অর্থনীতি বিভাগের ঐতিহ্য ধরে রেখেছে। অত্র কলেজের বেশ কিছু মেধাবী ছাত্র-ছাত্রী গৌরবময় ফলাফলের অধিকারী হয়ে পরবর্তীতে এম এম কলেজসহ বাংলাদেশের বিভিন্ন কলেজে অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ।অর্থনীতি বিভাগে মোট সৃষ্টপদ ১২। বর্তমানে কর্মরত শিক্ষক সংখ্যা ১০। এ ছাড়া ২ জন কর্মচারী রয়েছে। অর্থনীতি সম্মান ১ম বর্ষের আসন সংখ্যা ২৩৫ । সম্মান ১ম বর্ষ হতে শুরু করে মাষ্টার্স শেষ পর্ব পর্যন্ত প্রায় ১৩০০ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে।তবে এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর তুলনায় অপ্রতুল শ্রেণিকক্ষ ও সেমিনারের জন্য সুপরিসর কক্ষের অভাবের কারণে অর্থনীতি বিভাগের অগ্রযাত্রা কিছুটা ব্যহত হচ্ছে। আমাদের আশা এই সমস্ত সমস্যাগুলো অচিরেই দূর হয়ে বিভাগটি তার ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে।
অর্থনীতি বিভাগ
সামাজিক যোগাযোগ মাধ্যম
ক্র: নং: | নাম | পদবী | বিসিএস | আইডি নম্বর | মোবাইল নম্বর | ই-মেইল |
1 | প্রফেসর মোঃ নাসিম রেজা | অধ্যাপক | ১৪তম | ০০০০৭৯৯৫ | ০১৭১১৪৬০২২৪ | naseem.reza224@gmail.com |
2 | জনাব এ. আই. এম. শরীফ হোসেন | সহযোগী অধ্যাপক | ১৮তম | ০০০০৯২৬৩ | ০১৭১৫৫৪৪৫৫২ | sharifhossainmmc@gmail.com |
3 | জনাব ড. মোঃ ইনাম হোসেন | সহযোগী অধ্যাপক | ২১তম | ০০০১২১০৪ | ০১৭১৫২৬৯২৩৯ | enamhossain2003@gmail.com |
4 | জনাব মোঃ মহিউদ্দীন | সহকারী অধ্যাপক | ২৪তম | ০০০১৪১১৮ | ০১৭১৬৪০২১৫৪ | mohiuddin.eco.blc@gmail.com |
5 | জনাব মাকছুদা বেগম | সহকারী অধ্যাপক | আত্মীকৃত | ০০০১১০৫৫ | ০১৭১৬৩৬০৪৬১ | maksuda.rita@gmail.com |
6 | জনাব মোঃ তোফায়েল হোসেন | সহকারী অধ্যাপক | ২৪তম | ০০০১৪০৩৫ | ০১৭৮৮৬৫১৭৪৭ | tofayelhossen2018@gmail.com |
7 | জনাব মোঃ মোস্তফা কামাল | সহকারী অধ্যাপক | ২৯তম | ০০০২১৯৭৯ | ০১৫৫২৬৬৪৪২৪ | mostofakamalar@gmail.com |
8 | জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম | সহকারী অধ্যাপক | ২৯তম | ০০০২২১৯০ | ০১৭১৪৪৪১৩৬০ | ecosazzad@gmail.com |
9 | জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম | সহকারী অধ্যাপক | ২৯তম | ০০০২২০৫৭ | ০১৯১২৯৪৩৬৬৮ | rezammc11@gmail.com |
10 | জনাব মাম্পী রানী সিংহ রায় | প্রভাষক | ৩৪তম | ১৬১৩৪১০১০১২ | ০১৮৫৬৭৭১৬৭৫ | roycustoms28@gmail.com |